যে দিন তোমায় আমি প্রথম দেখি ,
সেদিন থেকে হৃদয়ের মাঝে তোমার ছবি আঁকি।
কি অপরূপ তুমি ! দেখিনি আগে ,
যত দেখি তোমায় ততই ভালো লাগে ।
ভালো লাগার মাঝেও তুমি ভালো,
তাইতো তুমি  আমি ভালো কিনা তা জানা নেই ।
ভালোবাসায় কোনো বিভেদ মানে না ,
এ মন তোমায় কাছে পেতে চায়
কি অপরূপ ! তোমার দুটি আঁখি ,
অপলক নয়নে শুধুই চেয়ে থাকি ।
চাহনি ভরা হাসি তোমার মায়া ভরা মুখ,
একবার দেখিলে যেন পাই স্বর্গের সুখ ।
দাওনা সাড়া প্রিয়া তুমি আমার জীবনে ,
ছায়া হয়ে থাকবো আমি তোমার জীবন।
আমার সাথে দেখা হয় বরিশাল চৌরাস্তা।
সেখান থেকে হৃদয় মাঝে রেখে দিলাম তার ছবি
স্বপ্নের আশায় ছিলো তোমায় নিয়ে ঘর বাঁধবো,
বাস্তবতা নিয়ে হলো বড় প্রশ্ন।
অর্থ ও টাকা দিয়ে আমার মতো কবি
আপন করা মুশকিল ব্যাপার,
বজতে পারলে না সুলতানা আমার মনটা।
আমি এখন অনেকটা চেন্স হয়েছে তোমার কারনে
প্রতিভা গঠনে মাধ্যমে হয়েছি নবীন কবি।
অর্থ ও সম্পদশালী ছেলে তোমার প্রেমে ব্যর্থ হলাম।
হঠাৎ দেখা হলো প্রশাসনিক সামনে
হৃদয় কস্ট পেলে তোমাকে
বন্ধুত্বের মতো জানি  চিরদিন।