জীবন চলার পথে কষ্টের
সময় হচ্ছে বেকারত্ব।
মা-বাবা, ভাই-বোন সবারই
সাথে তৈরি হয় দুরত্ব?


গুরুত্ব কমে যায় একটু
একটু করে সবার কাছে।
কি করে বেঁচে থাকবো ভাই
আমারও যে জীবন আছে।


বেকারত্ব জীবন বেঁচে
থাকা মানে জীবন্ত লাশ।
জীবন্ত লাশ সময় মতো
দাফন কাফন হয় না প্রকাশ।


হতাশ হয়ে ঘুরে বেড়ায়
ঢের শহরে মুক্তি আশায়।
হয়ে যায় সবার অভিশাপ
সম্মান পায় না নিজের বাসায়  


ধৈর্য ধরে বসে থেকে,
দিন যে কাটে কোনো ভাবে।
রাতের অন্ধকারে চিন্তা
কি করে লক্ষ্য পৌঁছাবে।