বর্ষা রানী বঁধু সেজেছে
হলুদ কদম ফুলে,
মাঠে মাঠে সবুজ পাতা
বুনো হাওয়াই দোলে ।


বৃষ্টি ভেজা ফুলগুলো
পাপড়ি ছড়াই সাদা,
মেঘ-বৃষ্টি, রোদ -বাদল
একই সুতো বাধা।


কদম তলাই মেলা বসে
কদম ফুল ছিঁড়ে ,
গুচ্ছ গুচ্ছ হাতে নিয়ে
যাই ঘরে যাই ফিরে।


কদম ফুলের রুপের পাগল
আমি গেঁয়ো কবি,
বর্ষা এলে মনের খাতাই
আঁকি সুখের ছবি।