ফুলের কলি ফোটে বাগানে,
পাতা ঝড়ে গাছে গাছে।
ফুল ফোটে ফুল বাগানে,
মৌমাছিরা সব জানে।


কোথায় ফুল ফোটে বনে,
ফুলের ভিতরে থাকে মধু।
ভালো লাগে ফুলের মধু,
মধুর টানে ফুলও সাধু।


বাগানের ফুল হতাম যদি,
মধুর সাথে করতাম পিরিত।
ফুল বাগানে ফুলের কলি,
ছোট বড় ফুল ফোটে বাগানে।


মৌমাছিরা সব দল বেধে,
মধু ফোল বাগানের দিকে।
ফোলের মধু আহারণ করতে,
ফল বাগানে গুরে গুরে।


ফোলের কাটা ফোটে গায়ে,
ফুলের কলি আমার হাতে।
ফুলের কান্ড হতাম যদি,
কলির সাথে করতাম পিরিত।


গাছের ডালে ফোটে কলি,
সকাল যাকে ঝড়ে পাপড়ি।
শীতের মধু ঝমে ভালো,ম
মধু খেতে অনেক ভালো।


মধু আহারণ করতে চাও,
মৌমাছিদের সাথে সাথে চলো।
ফুল বাগানে ফুলের মধু,
ফুলের মধু লাগে সাধু।