রূপের উপর ভিত্তি করে
ভালো মনে করো না।
রূপ নেই বলে কভু তুমি
অবহেলা করো না।


ঐ রূপের মাঝেই থাকতে
টান নয়তো প্রতারনা।
ভালো মন্দ যাচাই করো
পাবে নির্ভুল ধারণা।


রূপ আছে বলে ভেবে না
গুণে সেরা হয় সব জন।
রূপের আকর্ষণ নয়নের
তৃপ্তি মিটে কিছু ক্ষণ।


রূপের মায়ার পরে তুমি
যেওনা সব কিছু ভুলে।
পবিত্র মনের সন্ধান নাও
রাখো মনের চোখ কুলে।


সুন্দর-কলোর মাঝে আছে
মায়ার চির পবিত্র মন।
বুঝে শুনে নতুন কাউকে
তুমি করে নাও আপন।