রাত মানে গভীর নেশা
স্বপ্ন দেখার আশা,
রাত মানে লুকিয়ে থাকা
উষ্ণ ভালোবাসা।


রাত মানে চোখটি বুজে
স্মৃতির মোড়ক খোলা,
রাত মানে তোমার দেওয়া
দুঃখ করে খেলা।


রাত মানে আঁধার নয়
একটু খানি আলো,
রাত মানে শুধুই তোমায়
বাসতে পারি ভালো।


রাত মানে একাকি থাকা
নীরব ঘরের কোণে,
রাত মানে আসন পেতে
বসে থাকো তুমি মনে।


রাত মানে থমকে যাওয়া
স্বপ্ন দেখা দেয়,
রাত মানে কষ্ট গুলো
আমায় ডেকে নেয়।


রাত মানে তারার বুকে
লিখছি তোমার নাম,
রাত মানে চোখের জলে
নিচ্ছো প্রেমের দাম।


রাত মানে বাতির খেলা
স্বপ্নীল ভালোবাসা,
রাত মানে হৃদয় মাঝে
লুকিয়ে রাখা আশা।


রাত মানে দু'চোখ বুজে
তোমায় খুঁজতে যাওয়া,
রাত মানে কল্পনাতে
তোমায় কাছে পাওয়া।


রাত আমার ব্যথার সাথী
স্বপ্ন গুলো নীল,
আজ তুমি বুঝিয়ে দিলে
আমি গাঙ চিল।


তোমার আকাশে তারার মেলা
চাঁদেরও ভোলা মন,
এমনি করেই সুখে থেকো
আমার আপন জন।


নীল রঙ্গের আকাশ আমার
হয়ে গেলো তায় কালো,
ভেবে নিও আমি বিন্দাস আছি
তুমিও থেকো ভালো।