••••••••••••••••••••
কে তুমি অচেনা মানুষ
কেন এলে জীবনে
বসন্তের ফুল হয়ে
বেদনার সন্ধিক্ষণে ।
আমি তো এক
নীড়হারা পাখি
কেনই বা দিতে চাও
নয়নের কোনে
এত ভালবাসা মাখি ।
যাবে কি হারিয়ে ?
তবে ফিরে যাও
থেকনা দাঁড়িয়ে ।
ভুলে ভরা এ জীবনে
পেয়েছি শুধু দুঃখ
পাইনি সুখের দেখা
দুঃখ আমার সাথী
আমি ভিষণ একা।
তোমার কাছে আমি
চাইনা কিছু
চাইনা অনেক টাকা
চাইনা জমিদারি
চাই শুধু তোমার কাছে
একটু ভালবাসা
দিও কিছু তারই।।