প্রকৃতির মাঝে লুকিয়ে আছে,
প্রকৃতির সৌন্দর্য।
মানুষই পারে মানুষের মধ্যে,
মানুষের ধৈর্য।
মানুষই পারে ধরে রাখতে,
সুন্দর পরিবেশ।
মানুষই ধরে রাখে,
তার সৌন্দর্যের আবেশ।
গাছই পারে মুক্ত বায়ু,
মুক্ত আবহাওয়া দিতে।
মানুষ পারে গাছ লাগিয়ে,
মুক্ত পরিবেশ ফিরতে।
নদীর ওই জল টাকে,
করো না নষ্ট।
তবে আমাদের হবে,
মানব জাতির বড়ো কষ্ট।
তোমরা ওই গাছ কে করো না হেলা,
তবেই তোমরা বুঝবে যে ঠেলা।
মানুষেরা গাছ কে কষ্ট দিতে চায়,
তারপর তারা মাথায় হাত দিয়ে করে হায়! হায়!