আলয় থেকে বের হয়ে
আঁকা বাঁকা রাস্তায়,
হাঠিতে থাকি একলায়।
হিয়ার মাঝে কেন জানি,
আনন্দময় প্রীতি জাগছে।
নিস্তব্ধ প্রকৃতি কলরব দেখি!
চিন্তিত হয়ে পড়িলাম আমি,
আজ মনে এত খুশির ভাব।
বুঝে উঠতে পারছি না!
কি হবে আজ আমার।
এভাবে পথ চলতে শুরু করলাম,
হঠাৎ করে দেখিলাম আমি,
অর্পৃব এক রমণী,
আলয় থেকে বের হয়ে
আসিলো রাস্তার পাশে।
তাহার হাসি মাখা মুখটা
দেখিয়া আমি হলাম মুগ্ধ।
এত সুন্দর মধুর হাসি
হয়ে গেলাম তাহার দেওয়ানা।
প্রথম দেখাই এত মুগ্ধ,
হইয়া আমি তাহার প্রেমে পড়িয়াছি।