প্রেম আসে হাসাতে অনেক
কাঁদাতেন,
নীল পদ্ম করে ভাসাতে
নয়নের জলে।
তবুুও নয়নেে লেগেছে
তোমারে  গো নন্দিনী,
পোস্ত প্রেম জেগেছে মোর
অন্তর তলে।
আবেগের টানে বিবেক যে
হার মানে,
এমন করে কখনো বুঝিনি আগে।
একান্ত আপন করে
দেখিতে মধুর স্বপন,
বুকের গভীরে কিসে এতো টান লাগে।
কাদের বদনে কেমনে ঝড়ে
হাজার তারার ফুল,
সেরূপ এ নয়নে কখনো দেখিনি আর।
রমনীর রূপে বুঝি
এমনই টানেগো নয়ন,
যৌবন জোয়ার অন্তরে
যতদিন থাকে যার।


প্রেমের পূজারী যেরূপ
স্বপনে খুঁজিয়া ফিরে,
তুমি সেই রূপের প্রতিমা দেবী
অনিন্দিত সুন্দরী,
প্রেমের কারনে বুঝি  
মরনেও সুখের ধরনী মিলে,
তাই ভেবে যায় দিন নিশীথে
ব্যাকুল স্বপ্নচারী।


যতটা ভাবনি তুমি
তার চেয়ে বেশি ভালোবাসি,
ভালোবেসে যাব
যতদিন ধরায় ফুটবে ফুল।
অন্তরাকাশে মোর
তুমি উঠবেকি চাদ হয়ে,
সুখের জোয়ারে ভাসাতে
জীবন নদীর কুল।।