চোখ দুটি তার কাজল কালো
চাদের মতো রুপ.
পাগল করা হাসি যেন
মায়ায় ভরা মুখ.
মধুর মতো মিষ্টি কন্ঠ
শুনতে লাগে ভালো.
হার মেনে যায় তার কাছে যে
চাদের জ্যোসৎনা আলো.
এত দেখি তবু যেন
ভরে নাকো মন.
হয়তো সে আজ অন্য কারো
হয়েছে আপনজন..