ভালোবাসা!কি সুমধুর শব্দ!ভালোবাসা!
ভালোবাসব বলেই তো এসেছি ধরণীতে।
ফুটিয়েছি ফুল বাগানে,মধু আরোহণ করেছি মৌচাক থেকে।
শিউলি,বকুল,হাসনে-হেনা ফুল ফুটিয়েছি তাকে পরাবে বলে,
কিন্তু ভালবাসতে কি পারলাম?
ভালবাসার যে মধু তা কি আরোহন করতে পারলাম?
ভালোবাসার যে ফুল ফুটিয়েছি,তা তো ঝরেই গেল!
এই বিরহ ব্যাথা কি করে বুঝাব কাকে?
তবু ভালবাসব বলেই রয়ে গেছি ধরণীতে,
ধরণীকে ভালবাসাই ফুটিয়ে তুলব বলে।
শিউলি,বকুল,হাসনে-হেনা হয়ত ঝরে যাবে,
কিন্তু তাকে ভালবাসব বলেই ভালবাসা আর শিউলি,বকুল,হাসনে-হেনা আাবার ফুটে উঠবে।