৭১ সাল,
ডিসেম্বরের ষোল তারিখ
বাঙ্গালীর জীবনে নেমেছিল আনন্দের হিড়িক,
পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের তরে
জাতি হিসেবে পেয়েছিল স্বীকৃতি নয় মাস পরে ।


সেতো নয় মাস নয়
প্রতিটি বাঙ্গালীর কাছে
নয় বছর,নয় যুগ কিংবা নয় শতাব্দি মনে হয় !
হানাদারদের ছিল বিপুল অস্ত্র এবং সংখ্যায় ওরা মস্ত
গুটিকতক মুক্তিকামী যোদ্ধার বুকে ছিল সাহস ছীল দুই হস্ত ।


সেতো দুই হস্ত নয়
প্রতিটি মুক্তিযোদ্ধার কাছে
দুইশত,দুইহাজার কিংবা দুই লক্ষ হস্ত মনে হয় !
বাঙ্গালী সেদিন অস্ত্রে নয় ছিল আত্মশক্তিতে মহিয়ান
লক্ষ প্রাণের বিনিময়ে পেয়েছিল বিজয় নামের সম্মান ।


সেই সম্মান কি পুরোটাই মোদের আছে ?
যুদ্ধপরাধী রাজাকাররা এখনও এই দেশেই রয়েছে বেঁচে !
মুজিবের এই সোনার বাংলায় এদের কোন ঠাঁই নাই,
মহান এ বিজয়ের মাসেই এসকল কাপুরুষদের ফাসি চাই ।


রচনাকাল : ২৫ শে নভেম্বর ২০১২
স্থান : নেত্রকোনা