তোমায় হঠাৎ দেখে
হারিয়ে গেলাম বিবর্ণ স্মৃতিতে
মুছে ফেলে অভিমান, অভিযোগ সব
চাতক পাখিঁর  মতো তাকিয়েছিলাম তোমার দৃষ্টিতে


মনে পড়ে গেল পুরানো দিনগুলোর কথা
কি করে যাবো ভুলে,দিনগুলোতে জড়িয়ে  আছে
প্রথম প্রেম, প্রথম স্ত্রীর  সোনালী ভালোবাসা
যাকে পরিবারের অবাধ্য হয়ে করেছিলাম বিয়ে


নাটকের চরিত্র,গল্পের লেখক,কাব্যের কবির মতো
বেশ যাচ্ছিলো দু'জনার ছোট্ট সংসার,বেড়েছিলো স্বপ্ন
হঠাৎ মিথ্যা সন্দেহ  তোমার মনে, অমানবিক আচরণ
আর মিথ্যা অভিযোগ,পরিশেষে বিচ্ছেদ


অনেক স্বপ্ন ছিলো মনে,ফিরবে আবার ঘরে
আহত পাখিঁর মতো চেয়েছিলাম তোমার তরে
আসোনি ফিরে, সাজিয়েছো ঘর অন্যকারো সাথে
শুনেছি মানিয়ে নেবার অভ্যাস আর সংসারী হয়েছো বটে


ভেবেছিলাম বিচ্ছেদের অবসান ঘটবে দু'জনাতে
আধাঁর কেটে যাবে,কাছে এসে বলবে যাবো তোমার সাথে
স্বপ্ন আমার স্বপ্ন থেকে গেল পূর্ণতা পেলনা
অশ্রু ভেজা নয়নে করলে মিথ্যা ভালো থাকার অভিনয়