শেষ  হলো চাওয়া  পাওয়া
আধারে ঢেকে গেল জীবন  
যে ভালোবাসাতে বেচেঁ থাকে  নিঃশ্বাস
ভালোবেসে করেনি সে বিশ্বাস,,


সুখের খোঁজে ছলানাময়ীর পিছনে
ছুটে চলেছি দিনরাত
বুঝিনি  কখনো  ভালো  মন্দ
মিথ্যা  মোহনায়  খেয়েছি ঘোরপ্যাঁচ,


মানুষ  পাওয়ার  আশায়  ভালোবাসে
ভুল তো করেনি চেয়ে তোমায়
কেনো তবে ছাড়লে  এ বাধঁন
লাল বীণা রশিতে হয়ে গেলে পর,,


এমন একটি  লাল বীণা রশি তোমায়
পড়ানোর খুব  ইচ্ছা  ছিলো মনে
বধু সেজে আনতে আমার  ছোট্ট ঘরে
হলোনা সে শখ পূরন, ভাঈলে হৃদয় তিন কবুলে,,


ইচ্ছে  ছিল তোমার  ছোট্ট ছোট্ট চাওয়া  করবো পূরণ
তাই তো দেশের  মায়া ছেড়ে  হলাম প্রবাসী
হলোনা তবু আপন করে পাওয়া তোমায়
আধারে ঢেকে গেল এ জীবন,,,,,


,