আমার গর্ব  আমার  দেশ, গনতন্ত্রের বাংলাদেশ
এদেশের মাটিকে আমি মা-বলি
সেই মায়ের  বুকে  আমি নিরাপত্তা পায়নি
আমার জাতীয় ভাইয়েরা আমাকে ধর্ষিত করেছে


বাবা ছিলোনা বেছেঁ, মা ছিলো  চাকরানী
মায়ের  হয়ে কাজে গেলাম মোড়লের বাড়ি
সবে মাএ  বয়স  আমার  বারো প্রেরিয়ে তের
কাজের  ফাঁকে স্কুলে  যাওয়া  অষ্টম শ্রেণির শিক্ষার্থী


মায়ের  আশা বড়ো হয়ে,হবো কারো রাজরানী
মা  দূরচিন্তা থেকে পাবে মুক্তি,
সেই স্বপ্ন,সেই শখ হলোনা আর পূরণ
মোড়লের কু'দূষ্টি, হলাম আমি ধর্ষণ


গ্রামে বসলো বৈঠক, উল্টো  আরোপ আমার  ওপর
ছাড়তে হলো বসতবাড়ি রাতারাতি
সবকিছু  ভুলে গিয়ে,বাচাঁর চেষ্টা নতুন করে
অচেনা অজানা শহরে অসুস্থ মা আর আমি,,


সকাল সন্ধ্যা ঘুরি ফেরি,পায়না খুঁজে  কাম
সভ্যতাকে টেনে বেড়াই পায়না কভু দাম,,
রোগে শোকে মারা গেল দরদী  মা
লাশটি করে না কেহ দাফন, নদীর  পাড়ে একা দিলাম মাটি,


চোখেঁর জলে ভাসি,মায়ের  কবরের পাশে
একদল যুবক  এসে,কুকুরের মতো ঝাপিয়ে পড়ে
চিবিয়ে ছিনিয়ে খাচ্ছে  আমায়
গঠন্তন্ত্র কোথায়?
এখানো তাদের  মিটলোনা সাদ,ছেড়ে দেয় পতিতালয়ে,,


লাচ্ছনা যন্ত্রণা ভুলে ছুটে  চলি যাএাদলে
সবাই ডাকে বেশ্যা বলে,করে গালাগাল।
মানুষ রুপে কেহ দেখেনা, এমনি কপাল
মনে আমার  নিরব দহন,কেমনে দেব তার বিবরন,,
শনো এক  পতিতার  জীবন কাহিনী,,,,,,,?