হাসবো না কাদবো ভেবে না পায় দিশা
আমার মতো আমার পাখি আজ বড় একলা
আমায় ছেড়ে যারে সে সফিয়ে ছিলো মন
করলে সে তার সাথে, পাখি আমার সাথে করেছে যেমন


ঘর ছেড়ে পাখি এখন অতীতের পাতা খোঁজে  
নীরবে নির্জনে সে চোখের পানি ফেলে
কেমন করে মুছে দেব পাখির চোখের পানি
অধিকার সে অনেক আগেই নিয়েছে কেড়ে


আমার মতো জ্বলবে পাখি বিরহের দহনে
ভুল করেও চাইনি আমি বলছি কসম করে,
  অভিমান অভিযোগ নেই  আমার একটুও
তুমি চাইলে ধরতে পারো এ হাত আবারো,,,,