সকাল দুপুর রাত্রি জেগে
তোমার নামে পত্র লিখি
সভ্যতাকে খুঁজে বেড়ায়
পায়না চিঠির জবাব,,

ক্ষণে ক্ষণে অস্থির হয়ে
অপেক্ষায় থাকি রাস্তার পাশে
এই বুঝি এলো পিয়ন
পত্রের জবাব লেখছো বুঝি,,

লোকে বলে পাগল  আমি
মানুষ  রুপে পায়না দাম
মনের  কথা জানেনা ওরা
বুঝেনা ভালোবাসার দাম,,

বিরহে  আমার নিরব দহন
জানে কি ওরা তার বিবরন?
মনের ঘরে আছো তুমি
থাকবে শেষ নিঃশ্বাসে

নাই যে  সুখ,নাই যে শান্তি
আছে  দুঃখ, হৃদয়ের হাহাকার
ভালোবেসে সুখী  হতে চেয়ে
হয়েছি আজ যাযাবর,,,,,