প্রিয় মেঘলা, কেমন আছো?
কি ভাবছো? এতটা বছর পর
কোথায় থেকে ফিরে এলাম,
না, তোমার কাছে ফিরবার  সুযোগ
এই সমাজ কুড়ি বছর আগেও দেয়নি,
আর আজও দেবে না,,


মেঘলা মনে আছে তোমার,
তোমার সাথে যাওয়া শেষ দিনের কথা
এমন একটি বৈশাখ মাসে বৃহঃপ্রতির সন্ধ্যায়
কাল বৈশাখীর ঝড় হুদয়ে নিয়ে
লোক সমাজের বড়ো বড়ো কথা
আর  ধর্ম নিয়ে নানান যুক্তির কারণে
মনের অইচ্ছেয় সিন্ধান্ত হয়েছিল
আর একসাথে না,
হিন্দু মেয়ে আর মুসলিম ছেলের
পবিত্র ভালোবাসা, মাঝ পথেই সমাপ্ত,


কুড়ি বছর পেরিয়ে আজ  তুমি কবি
লেখছো অতীত নিয়ে,সেই ছেলেটির প্রেম
ফিরে চাই বাল্যকালের হারানো তুমিকে
চলতে চাই তোমাকে নিয়ে কোন অজানা পথে
যেখানে থাকবে না কেনো ধর্মের ব্যবধান,
থাকবে না লোক সমাজে বড়ো বড়ো কথা
যাবে সেই শহরে আমার সাথে বাঁধবে ঘর
মুছে দিবে অতীতের সকল দুঃখ-যাতনা,


কবিতা পাঠে বুঝতে বাকি নেই সেই দিনই সিদ্ধান্ত
কতোটুকু সঠিক ছিল, কতোটুকু  কষ্ট তোমার মনে
কতোটুকু ঝরিয়েছো চোখের অশ্রু, কতোটুকু চাও আমায়
কতোটুকু প্রেম লালন করে রেখছো দিবার জন্য,,,


ক্ষমা করে দিও সময়ের কাছে আমি আজ অসহায়,
কাঁধে এখন স্ত্রী-সন্তান এর বিশাল দায়িত্ব পড়েছে
এদের ছেড়ে তোমার তরে ফিরিয়ে যাওয়া সম্ভব না
শুধু আছে  সবার  অজান্তে হৃদয়ে তোমার জায়গা,