খুব বোকা ছিলাম আমি
কখনো বুঝতে পারিনি,তোমার ভালোবাসা
তুমি বার বার বোঝাতে চেয়েছিলে আমাকে
আবেগ নয় তো, খুব ভালোবাসি তোমাকে,,,,,,,,,,,


ক্লাসের শেষ বেঞ্জের,অসহায় ছেলে আমি
ছিলোনা ভালো জামা,ছিলোনা বই খাতা
সঠিক সময় পারতাম না দিতে,বেতন থাকতো বকেয়া
নিরর্বোধ লজ্জাহীন খেতাম স্যারের বকা,,,,,,,,,,


মিশতো না কেউ আমার সঙ্গে,সঙ্গীবিহীন থাকতাম একা
কিছুটা আবাগের চোখে দেখতো সবাই,,তার মাঝে তুমি বেশি
কে জানতো,তোমার মনে আমার  জন্য জমে ছিল ভালোবাসার পাহাড়
আমিও জানতাম না, কেউ একজন আমাকেও ভালোবাসে
শেষ দেখায় তোমার হাতে সেই চিঠি টা না পেলে,,,,,,,,


চিঠির পাতায়,ছোট্ট কথায়,লেখেছিলে তুমি
তোমাকে বলার ছিল অনেক কথা?
আকাশ কে বলেছি সেইসব কথা
আমি বাতাস কে ডেকেছি,বুঝেছি, তোমার ব্যথা  আকুলতা
রাতের আধার ভোরের রশ্মি কে   বলেছি তোমার কথা,
শুধুই তোমাকে বোঝাতে পারিনি আমি,একটি কথা ভালোবাসি তোমাকে,,,,,,,


চিঠি টা পড়ে আমিও পারিনি চুপ থাকতে,চোঁখের পানি ঝরছে


পাগলের মতো খুঁজেছি তোমাকে,,কোথাও পাইনি
আজ যখন পেলাম খুজে,,সেই তুমি নেই আর
তাই আর পারলাম  না বলতে ভালোবাসি আমিও তোমায়,,,,,,,।