সময়ের  সাথে  নিজেকে  নিলে পাল্টে
আশা-আকাঙ্ক্ষা যা ছিল, সব গেছে  মরে
তোমাকে ঘিরে ছিল সমস্ত ভালোবাসা
অকারণে  অভিমানে  করলে অবহেলা,,,


ভালোবেসে  সুখী  হতে  চেয়েছিল মন
কিছু প্রেমের  অজান্তে হয়ে যায় দাফন
প্রেমিকের মন বিরহে করেছে দখল
সুখের তো হবেই পরাজয়,,,


কিছু  কিছু হৃদয়ের কখনো  কভু
চাওয়ার পাওয়ার  হয়না মিলন,
হেরে গেছি ক্ষণে ক্ষণে প্রেমের কাছে
সাহারা মরুভূমি এই জীবন,,,


আমার মতো অনূসুচনায় কেদেঁনা কখনো তুমি
নিরাশ হয়ে বেচেঁ থাকতে পারবে না তুমি?
বিরহের  পোড়ার যন্ত্রণা মমি হয়ে আছি
অকারণে  অভিমানে ভাঈলে হৃদয় খানি,,


পাশে থেকে আর হবে না তোমার কষ্টের কারন
হারিয়ে  যাবো ভুলিয়ে  যাবো তুমি ছিলে আপন
এ পথ আমি দিচ্ছি  ছেড়ে, যাবো বহুদুরে
অকারণে  অবহেলা  করলে আমার  সাথে,,,