কোথায় গেলো আজ
আমদের সত্য বাণী
মানুষ মানুষের জন্য
কোথাও দেখি না আমি,,,


কতো না শিশু খুদার কারনে
রাস্তায় করছে ঘোরাঘুরি
নতুন ঘটনা নয়তো
এটা অনেক পুরনো,,,


পথের শিশুকে টোকাই বলি
কতোনা দেয় গালি
সুযোগ প্রেলেই বসিয়ে দেয়
তাদের শরীরে লাঠি


নিজের শিশু হয় মোদের
সাত রাজার ধন
ভিটাহীন শিশুকে বলি মোরা
টোকাই আর জারস,,,,


লজ্জা কি লাগেনা
আমাদের আজ
অবহেলায় ঘৃনায়
আর পেটের কারনে
এদেশের শিশু হয়ে ওঠে
ছিনতাইকারী,, মাস্তান,,,


এম পি, মন্ত্রীর ভাষনে
শুনেছি আমার কানে
এদেশের সকল শিশু
আমার সন্তান


তবে কেনো বলতে পারো
শিশুরা আজ লাঞ্ছিত
বঞ্চিত আর অসহায়
শুধুই কি তাই? না
এখানেই শেষ নয়


একমুঠো ভাতের জন্য
বিলিয়ে দিতে হয়
তাদের শরীল খানি
কতো না কষ্ট সহ্য করে
ধীরে ধীরে তারাই হয়
পতিতা,দেহ ব্যবসায়ী,,,,  


কি হবে, বিদ্রোহী কলমে
রাজনৈতিক ময়দানে, বক্তার আসনে
শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস আদালতে
অযথা বাণী কথা বলে


যদি নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে না পারি
জাগিয়ে তুলতে না পারি মনুষ্যত্ব কে
তবে কেমন করে এদেশ থেকে মোরা
দুর করবো ছিনতাইকারী, মাস্তান
পতিতা আর দেহ ব্যবসায়ী


আসুন সব শিশুকে আজ
নিজের সন্তান ভাবি
সন্ত্রাস আর পতিতা বিহীন
একটি সোনার দেশ গড়ি।।।