খোলা এই নীল আকাশের নিছে
নিস্তব্ধ  আজ আমি,আমার মন
সুখের চাওয়া আশা যত সব আমার
কারণে-অকারণে দিলাম ছাড়িয়ে,,


আশাহত পাখির মতন জীবন আমার
এলোমেলো ছিল সাজানো হলো না
ক্ষণিকে এসেছিল একজন মানুষ
জীবন কাহিনী জেনে আমার নিয়েছে বিদায়,,


জীবন যুদ্ধে পরাজয় মেনে নিয়ে
অবশেষে করলাম দুঃখকে বরণ
চাওয়া ছিল যত পায়নি একবিন্দুও
পথচারী এক আমি এক নিঃস্ব,


অনেকেই পরিচয় জানতে আগ্রহ আমার
বতমান সমাজে দিবার মতো পরিচয় নেই আমার
এক হতভাগীর গর্ভে জন্ম হয় এই হতভাগার
গরিব ঘরের গরিব পিতার সন্তান আমি,,,


মেধাহীন আর দারিদ্রতা লেখাপড়া হয়নি আমার
যাযাবরের মতো পথেই চলছে আমার জীবন
কেহ কখনো দেখতে চায়নি হৃদয়ের আর্তনাদ
অবহেলায় আর ঘৃণা করে চলছে  সবাই আমায়,,,