সেই চেনা গ্রাম
ফিরেছি আমি সেই গ্রামে যেখানে তে জন্ম আমার।
আপন বাড়ি আপন ঘর সবই জেনো নতুন হয় ।
যত দেখি লাগে ভালো আমার চারি পাশ ,
সবাই ভাবে আপন মনে কষ্ট রাখে না সম্বাধ।
মনে আমার বেজায় আনন্দ আছি নিরাপদ,
শত্রু আজ হাত মিলিয়ে দিয়েছে আপন স্বাদ ।
আজ অচেনা মানুষ গুলো দিচ্ছে পরিচয় ,
সবার সাথে শেয়ার করে নিচ্ছি পরিচয় ।
পাল্টে গেছে অনেক কিছুই পাল্টে নি শুধু মা ,
সবার চেয়ে আপন আমার আপন ঠিকানা ।
বাবা নাকি আছে ভালো একটু অসুস্থ,
যাচ্ছে দিন কাজের চাপে নীরবে নির্সাথ।
কষ্ট আমার বেজায় মনে ফিরবো ক দিন পরে ?
অল্প দিনের জল্প কথায় লিখছি আপন করে ।