কেনো থাকে মন স্বপ্ন ফিরে


সংসার সুখের হয় রমনীর গুনে ,
        গুন বান পতি যদি থাকে তার সনে ।

সুজনের পিরিত ভাঙ্গিলে ও গড়ে
             কু-জনের পিরিত ছিন্ন ভিন্ন করে।

বেশ দেখছি মানুষ তুমি
ভালোই মজার লোক,
কেমন করে পড়ল তোমার
তার দিকে চোখ।

সে যে মোদের আত্মার
অতি কোমল প্রাণ,
অযত্নে রাখলে থাকে না
তার মান ।

চুরি করা বিদ্যা তুমি
জানো ভালো বলে,
অনায়াসে ভালো কাজে
মনটি দাও ফিরে ।

কেমন লাজুক মানুষ,
তুমি  হাসি হাসছ ভালো মনে ,
মোদের কথা শুনে।

ফুলের সুবাসে সুভাষিত যদি ফুল তলে হীন মাটি,

তোমার পরশ লইয়া
আমি হইতাম খাঁটি।