তোমার লগে দেখা হয় না মেলাদিন হইছে
শেষ কবে দেখা হইছিলো কইতে পারুম না
মনটা ভীষণ দুষ্টু, মনে করতেই দেয় না
থাক! হুদাই মনের দোষ দিয়া জয় নাই
আসলে মনে করার সময়ই খুঁইজা পাই না।
তুমি অনেক দূরে চইলা গেছ, তোমার লগে দেখা হয় না;
প্রতিদিন বসের গাইল খাইয়া ছুটি লইয়া
নিয়ম কইরা সময়মতো দেখা করতাম,
দীপ্তি নগরে জ্যাম ঠেইলা সক্কাল বেলা
হিমশীতল হাওয়া গায়ে মাইখা তোমার মুখখানি দেখতাম।
আত্মায় অন্যরকম শান্তি পাইতাম!


চোখে চোখ রাইখা তোমার আমার মিল খুঁইজা বেড়াইতাম
ইশারায় কথা কইতে কইতে সারাডাদিন চইলা যাইতো
আমার আর অফিসে যাওয়া হইতো কই!


অফিসটা বন্ধ পাইলে
তোমারে লইয়া ঘুরতে যাইতাম
সারাডাদিন কামলা খাইটা বাসায় যাইয়া
বুক ভইরা শ্বাসটা নেওয়ার সুযোগ পাইতাম কই?
তোমারে ছাইড়া দিছিলাম ছোট্ট একটা কারণে
মনে হইলে কইলজাডা পুইড়া যায়।


তোমারে বিদায় দেওয়ার সময়
মায়াবী আঁখি দুইটা
আমারে কইছিলো "চইলা যাও? পারবা থাকতে?"
সেই দিনের পর আর দেখা নাই তোমার লগে
এহন আমি ভালো আছি কইতাছি না
কোনমতে কামডা কইরা রাইতের বেলা
স্মৃতিগুলা মনে কইরা চোখখান ভিজাই,
তোমার আঁখির ঐ কথাগুলা খুব মনে পড়ে।
মনটা আকস্মিকভাবে কাইন্দা ওঠে
আর কয় "তোমার মুখখানি একটু দেখতে পাইতাম!"
তাইলে দুনিয়ার সমস্ত সুখ খুঁইজা পাইতাম
সমস্ত সুখ খুঁইজা পাইতাম
সমস্ত সুখ খুঁইজা পাইতাম...!