হে সুরঞ্জনা—
তুমিই ছিলে আশা, ছিলে ভরসা
কিন্তু হায়!
এই জীবনে রয়ে গেলে শুধু প্রত্যাশায়।


সুরঞ্জনা, তুমি ততটাই দূরে—
ভূপৃষ্ঠ থেকে স্বর্গের দূরত্ব যতটা ফারাগ
আবার, ততটাই নিকটে—
পাশ্ববর্তী দু'দেশের সীমান্ত যতটা সন্নিকটবর্তী।


সুরঞ্জনা—
লাবণ্যময় নামটি আমাকে আচমকা হয়ে ডাকছে জোরে
গোলাকার বৃত্তের মতো ৩৬০ ডিগ্রি এঙ্গেলে মাথার চারপাশে ঘোরে।
একদিন নয় প্রতিদিনই নেই তোমার খোঁজ,
তবু, স্বপ্নে নয় কল্পনায় থাকো রোজ।


কল্পনায় নয় বাস্তবেই থাকে মন
দেখা হবে, আজ নাহয় কাল—
এই আশায় বেঁচে থাকি প্রতিটি ক্ষণ!