এই সংসারে তারা ভালো নেই
কেউ আজ সানন্দে বলে না—
মনের কথা, সুখ, দুঃখের কথা
সবাই আড়াল করতেই পছন্দ করে,
তার ভালোবাসার কথা।


প্রেমিকের অবহেলা, মিথ্যে ভালোবাসা পাওয়া
মেয়েটা আজ পুষ্পকে আপন করে বেওয়ারিশ হয়ে
পথে যাপন করে অশ্রু ভাসিয়ে দেয়।
কোন এক মায়াবতীর স্বার্থপরতায়
ছেলেটা আজ মাদকের নেশায় মগ্ন থেকে
সিগারেটের ধোঁয়ায় বিষাদ উড়ায়।


ভালো নেই—
বরের অত্যাচারে নববধূ আজ বিদায় নেয় চিরতরে,
বধূর কামরায় প্রিয় মানুষটিকে জায়গা দেওয়ার আশায়
স্বামীকে ফেলে দেয় বিবাদের ঘরে।
বুনে অশান্তির জাল।  


প্রিয়জনকে রেখে বাড়তি সুখের আশায় ছুটে যায় পরকীয়ার ছকে
কেউবা পাড়ি জমায় অবৈধ কার্যলাপে।


বেলাশেষে ফিরে আসে আপন ঠিকানায়
চাইলেও কি থাকা যায় সুখের বিছানায়?