ভোর হয়ে দিন গড়িয়ে সন্ধ্যা নেমে আসে
তৃষ্ণার্ত চাতকের মত তাকিয়ে থাকি
কখন সে কৌটায় মায়া নিয়ে হাজির হবে।
তৃষ্ণার্ত মন নিয়ে বুক চেপে সেই কলোনিতে হাহাকার করছি
কখন সে বুক ভরা ভালোবাসা নিয়ে আসবে।


সময় ঘন্টা বাজিয়ে বারংবার স্মরণ করিয়ে দেয়
বুকটা ছটফট করে
না পাওয়ার আর্তনাদ
কথা বলা, এমনকি
এক পলক দেখারও!


নিশিরাতে শখ দীর্ঘশ্বাস হয়ে জন্মায়
পূর্ণিমায় হৃদের পাশে একটি মুহূর্ত কাটাবার


সে কী শুনেছে আমার কথা?
দেখেছে কী রূপ?
অনুভব করেছে কী খেয়ালি ভালোবাসা?


করছি অপেক্ষা, নিচ্ছি দীর্ঘশ্বাসে!