যেখানে নিজের জীবনটাই একটা কবিতা
সেখানে অন্যের কবিতা দিয়ে লাভ কী!
বৃথা এ সব শুকনো বুলি,যদি ভিজে না হৃদয়।।
যার ফল মোর দেহে হয়না প্রকাশ তা এক উটকুবেদী।


কী করবো দিয়ে হাজারো সাহিত্য, উপন্যাস,ইতিহাস,
যা কোনো এক ভদ্র সমাজের দেখানো মুখের বুলি।
জীবনের খাতায় যার হয় না প্রয়োগ,
তা বৃথা এক সাহিত্যগত বুলি।


যেখানে চলে সৈরাশাসক, মিথ্যার জুলুম
সেখানে আমি কেন এক গাড় খেপানো কাপুরুষ।
অসহায়ের বলে নাই যে সমাজের জুর
বড় বড় ইমারত গেড়ে, ঐক্যতান গেয়ে লাভ কী তাতে।


যদি নাইবা ভাঙ্গি জুলুমকারীর হাড়
তবে সমাজের অসহায়ের মুখে জুটবে না ভাত।
যদি নাইবা মানি সুপথের বাণী
তবে গাইব কীভাবে সকলের গান।