জীবন যুদ্ধ
মোঃ তোফায়েল আলম


রাতের আঁধারে দিনের অতীতকে নিয়েই
আগামী দিনের কল্পনার জাল বুনতে বুনতে
সকালের সূর্যের সাথে সাক্ষাৎ হয়।


সবুজ পাতার আড়াল থেকে সোনালী ঝলকানিতে
বেজে উঠে জীবন যুদ্ধের ঘণ্টা
শুরু হয় আগামী দিনের পুঁথি গাঁথা।


বাজারের কোলাহলে মেতে উঠে পুরো শহরটা
শুরু হয় ভবিষ্যৎ দিন গুলির পুঁজি করা
একেকজন একেক ধরনের বাজারে কর্মব্যস্ত।


কতজন বিকিকিনির কবলে নিষ্পেষিত হয়
কান্নাভরা চোখ নিয়ে রণক্ষেত্র ছাড়তে হয়
তবুও  তাদের যু্দ্ধের নাহি শেষ হয়।


পশ্চিমাকাশে সূর্যটা যখন ঢলে পরে
বিরতিহীন যুদ্ধটার ক্ষান্তের দেখা মিলে
রণক্ষেত্র ছেড়ে সবাই জয় পরাজয়ের হিসাব করে।


রাতের শেষে ভোর হয় নতুন যুদ্ধের শুরু হয়
সব কিছুরই শেষ থেকেই শুরু হয়
জীবন যুদ্ধে কিছুই নাহি বাকী রই।