আমি নাচি গানের তালে
মন যে নাচে হেলেদুলে।
আমি নাচি সবার মাঝে
অট্টহাসির তালে তালে।
আমি যাব কোন সে দূরে
ওমা, একি! মন যে আমার সবার আগে;
ঘুরছে সে অগোচরে।
দৃষ্টি কুড়ায় মিষ্টি হেসে
সবাই দেখে একোন বেশে।
গাই যে আমি ছন্দে ছন্দে
মিষ্টি সুরের শব্দে ভেসে।
ইচ্ছে হলেই চলি হেসে
লোকে দেখে পাগল বেশে।
আমি থাকি আমার ধ্যানে
কে কী বলে শুনব পরে
নয়তো আমি রুখবো কিসে।
বলছে সে যে বলতে দাও
কর্ম আমায় করতে দাও।
আপন মনে ভাসছি হেসে
সব কিছু ধ্বংস করে
সৃষ্টি সুখের উল্লাসে মেতে
করব জয় সবার শেষে।