লতাপাতায় ঘেরা আমার এ ছোট্ট ছনের ঘর
পাতায় পাতায় বিদ্রোহে ভরা।
বার বার হুশিয়ারি দেয় আমায়
যতদিন  রবো এই ধরনীর বুকে
বিদ্রোহ রবে আমার সারা অঙ্গে।
আমি বার বার বলবো আমার এ বাণী
"কলম চোরদের ধর,
টেবিলের নিচে হাত পাতা ভিক্ষুক কে মারো।"
তুমি থাক বা নাইবা থাক  
আমি চালিয়ে  যাব আমার এ বিদ্রোহ,
আমি বার বার গাইব মানবতার গান।
আমি যতদিন  রবো এই ধরনীর বুকে
ততদিন চলবেই আমার এ শ্লোগান।
আমি যতদিন রবো এই ধরনীর বুকে
ততদিন গাইব বর্ণদ্রোহীর গান।
আমি যতদিন রবো এই ধরনীর বুকে
ততদিন চলবেই আমার এ বিদ্রোহ।
আমি চলে যাবো আবার জন্মাবো
শুধু সময় ও সুযোগটাকে বদলাবো।