নিমন্ত্রণ রইলো হ্যাঁ স্বপ্নকণ্যা।
আমার আঙ্গিনায় বকুলের ঘ্রাণ নিতে,
কাঠগোলাপের সাত ফুলে বাঁধিও কেশ।
শস্যের শাড়ি তো তোমাকে মানাবেই বেশ!
নিমন্ত্রণ রইলো এক বিষন্ন দুপুরের
ব্যর্থ গল্প আর মুচকি হাসির খেলায় মাতবো
বারংবার এ শহরের নিয়ম লঙ্ঘন করবো
স্বেচ্ছায় স্বপ্ন কন্যাকে জাগাবো
তুমি এসো, এক পড়ন্ত বিকেলে বকুলতলায়।
পিচে ঢালা কৃষ্ণ ফুলের রাস্তায় নিমন্ত্রণ রইলো
লাল সবুজে এক ফ্রেমে তোমার কিছু স্মৃতি বাদবো
অতশত বায়না আমি করবো না, শুধু তোমার কণ্ঠ শুনবো।