হুশিয়ার হও হে আত্ম সত্ত্বাবিহীন মানব,
মানবতার জনতা আসছে জেগে!
ধ্বংস হবে সব দুর্লভ সাহসে,
নয়তো গ্রাস হবে তুমি মিথ্যা অর্থের লোভে।


হুশিয়ার করে দিচ্ছি হে পোশাক ধারী তোমাকে!
টেবিলের নিচে ভিক্ষার ছলে,
কলমের ছাপ চুরি তুমি করো বন্ধ,
নয় তো হবে তুমি শ্বাসরুদ্ধ।


মানবতার জয়গান তুমি নাও বেছে
সকলের তরে সকলে এ কথা যদি থাকে মনে।
গোত্রধর্ম ভেদাভেদকে চুর্ণবিচুর্ণ করে
বিশ্ব মানবতা প্রতিষ্ঠার ডাক নাও কবুল করে।


হুশিয়ার হও হে আত্ম সত্ত্বাবিহীন মানব
তোমার অন্তর্যামী কে সাক্ষী করে।
অপরাজনীতি নামক পেটনীতি যাও ভুলে
সত্য মিথ্যার বুঝ যদি থাকে ধ্যানে।


বাতিল করো হে সুর মিলানো জনতা
দু-টাকার লোভে দশ টাকা হারিয়ে।
মানবতার অগ্রদূত যদি হতে চাও নিজে
বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের পতাকা নাও বেছে।