শিশির ভেজা ঘাসের উপর
প্রজাপতির মেলা
শিশির জলে সূর্যের আলো
করে সে কী খেলা।
আলোয় আলোয় রংঙিগন হল
রাতের কালো মুছে গেল।
জীবন প্রদীপ আলোয় জাল
মুছে ফেল হৃদয় কাল।
হাসিল মূল ফুটিল ফুল
জীবন সংগ্রামে
ঐ তো নবদিন তারি আহবানে।
কালে কালে যায় ব্যয়ে
নদী নালা বিল
ফুলে ফুলে ভরা ঐ
গ্রাও গ্রামের ঝিল।
নদী হয় পারা পার
রাখাল গরু লয়ে
দিনের পর দিন মাঝি
যায় নৌকা বেয়ে।
ভোর সকালের কালে
জাল টানে জেলে।