কৃষান হাসলে ফসল হাসে
গোলা ভরা ধান,
হাসবেনা আর সোনার ফসল
কাদলে চাষীর প্রাণ।
ভরবে না যে মাঠ মাঠালি
সোনার ফসল দিয়া
দেশের মানুষ মরবে সবে
খাবার না পাইয়া।
মারা মারী ছারা ছারী
কাটা কাটি হবে
অভাব লাগবে তবে।
কৃষান যদি ফসল নাহী রুপে
কোথায় পাবে সোনালী ধান
ভরী ভরী চাল।
সব হারাইয়া নিজেই বলবে
কৃষান তুমি বাচাও
মানুষের প্রান
তুমি হলা দেশ গরার
কারিগর
তোমার থেকে পেয়ে অন্ন
আমি হলাম আজ  ধন্ন।
রৌদে পুরে মেঘে ভিজে
মাথার ঘাম পায়ে ফেলে
ফলাও সোনার ধান
তা খেয়ে বাচে আমাদের প্রান।