ছায়ায় ভরা মায়ায় ভরা
ছাতিয়ান-তলী গাঁ
সেই গাঁয়েরি একটি মেয়ে
নাম অবনীতা
হাসি ভরা মুখ যে
তার পরে মিষ্টি টোল
সেই হাসিতে পাগল
হইয়া পারার পোলাপান
মিষ্টি শুরে বাড়ির পাশে
বসে গাইত সুখের গান
অবনী যে হবে একদিন
এই ছেলেদের প্রান


তুমি এসেছিলে
-------------
রাতরী সমাগত হয়ে
আকাশ ফুরে এক রাশি
সূর্যের আলোর হাসিতে
বালির ঝিকিমিকি
কোয়াশার জলে ভেজা চারিপাশ
এমনত এক সকালে
ঝিরিঝিরি দক্ষিনা হাওয়ায়
উরিয়ে মেঘো কালো চুল
তুমি এসেছিলে অগো মোর
প্রিয় অবনী
পদ্মা নদীর তীরে
তোমার খোপাতে ছিল লাল
গোলাপ ফুল
আর পরনে ছিল লাল
টুকটুকে শারি
তাই দেখে এই মনটা
হয়েছে আকুল
তুমি রেখে ছিলে
আমার এই হাতে হাত
সেই দিন হয়ে ছিল
আমার ভালবাসার চাঁদ রাতি



তোমার চলে যাওয়া
-------------------
তুমি যে দিন চলে গেলে
সেই দিন ছিল টিপ টিপ বৃষ্টি
আমার এই মনের মাঝে
সেই দিন হয়েছিল বেদনার সৃষ্টি
নব বধু সেজে তুমি
চলে গেলে ধরে পরের হাত
আমায় তুমি দিয়ে গেলে
শুধুই দীর্গ শাস
শূন্য বুকে এখন আমার
শুধুই হা-হা কার
দুটি মাঝে এখন অশ্রুর জোয়ার