(কেন তুমি)


এ ভাবে কেন তুমি
চলে গেল?
ভাল বাসার দিয়ে দাগ
আমার ভাল বাসার বুকে
কিসের ছিল অভাব
আমার আকাশ জোরে চাঁদ ছিল।
ছিল তারার মেলা
কত মেঘ ছুটা ছুটি
করত সেথায় খেলা।
তবে কেন তুমি করলে অবহেলা



(তুমি কি আর দারাবে)


বিকেল গরিয়ে রাত আসে
সূর্য  গিয়ে চাঁদ হাসে
আকাশের এক পাশে!
আধার রাতে জোনাক হাসে
ঝিঝি পোকার ডাকে,
শব্দ ভাষে দক্ষিনা বাতাসে
আহা সে কি মিষ্টি শুরে।
এমন্ত এক রাতে
মৌমিতা
তুমি কি আর দারাবে
মোর পাশে
ঝিরি ঝিরি উরিয়ে চুল
পূবালী বাতাসে!


(তোমার হাতে)


শেষ বিদায়বেলা
আমি যখন মরন খেলায়
আছি মাতিয়া,
গো আছি মাতিয়া!
আমার চোখের সামনে
ভাষে মরন খাটিয়া!
এমন সময় এলে যখন
মরন দুয়ারে আমি তখন
চিনিনা কে আপন-
কে বা পর।
দুটি চোখের কোনে দেখি
অন্ধকার কবর
তোমার হাতে পরলো যখন
আমার দুটি হাত
মনে আমার উঠলো জেগে
বেচে থাকা সাদ!