সে যে চলে গেলে তুমি
মৌ-মিতা,
আমায় দিয়ে ধীখা
তবু-ও কী হয়েছে, বল
আমার কোন শিক্ষা।
শুনিনী তখন তোমার কথা,
আবেগে ছিলাম আত্ত।
ভাবিনি তখন এমন হবে
ভাংঙিগবে তোমার মন
আমার এই জীবনে আসবে
এমন কাল।
মৌ-মিতা
তুমি ছিলে
আমার জীবনে আলো,
তাই আমি তোমায়
আজো বাসি ভাল।