মনের মাঝে থাকবে
তুমি, সকাল আর সন্ধা
মন প্রবনে রাখব তোমায়
ধরে সারা বেলা।
দিবনা তোমায় হারিয়ে যেতে
আমি কোন দিন-
দুটি চোখের স্বপ্ন করে
রাখব চিরদিন।
চোখের জালে, মনের পালে
উরায় রংঙেগ বাদাম খানি
মনের সুখে ভাষব দুজন
নদির বুকে ঢেউয়ে সাথে
তোমার হাতে,হাতটি রেখে
কুলে রেখে মাথা,
মুক্ত মনে বলব আমি
হৃদয়ের সব কথা।
কোন দিন যদি দেখি
তুমি নেই,
নেই মোর পাশে
সেদিন আমি সব ছেরে
চলে যাব নীর বাসে।
সাত সমূদ্র-পারি দিয়ে
আনব তোমায় খুযে
সারা জীবন রাখব তোমায়
বুকের মাঝে পুসে।
পাহার চুরায় উঠব আমি
শত বাদা ভেংঙেগ
তোমায় আনব বলে,
আমার ছোট  কুরের ঘড়ে।
রাতের বুকে জালব আলো
জোনাকী দিয়ে ঘড়ে,
তুমি আমার হলে।
মনের মাঝে থাকবে,
তুমি সকাল আর সন্ধা
মন প্রবনে রাখব তোমায়
ধরে সারা বেলা।


উৎর্সগ:অবনী