একদিন এক গাছের নিচে
কাটত সারা বেলা
দুষ্টমিতে করতে- ঝগরা
তুমি সারা বেলা।
পুকুর পারে, ঘাটের ধারে
নানান রংঙেগর পোকা
কথায়,কথায় বলতে
তুমি আমি অনেক বোকা
ছোট একটা খোকা।
ঝোপের ধারে চারিপারে
অনেক রকম ফুল,
তাই দেখিয়া তুমি শুধু
হইতে আকুল।
সাতার কেটে পুকুর জলে
এনে পদ্ম ফুল,
গুজে দিতাম তোমার চুলের
খোপাতে আমি ছিলাম
তোমার প্রেমে মজগুল।
একদিন আমায় তুমি নিতে
বুকে টেনে,
আজকে তুমি ঘীনায় কেন
রাখ দুরে ফেলে।
একদিন আমার বুকে তুমি
রেখে দুটি হাত,
মাথার কসম খেয়ে ছিলে
ছারবেনা মোর হাত।
আজকে কেন ভুলে গেলে
পুরন্ত সব স্মৃতি?
অন্ন্যের সাথে বাস কর
আমার প্রেম টেনে ইতি।