এক দিন এক রাখাল ছেলে
গরু ছেরে মাঠে
মনের সুখে শুর তোলে
বসে কদম বাকে!
শুর শুনে তার পাশের
বাড়ির ময়না ছুটে আসে!
রাখাল সেত মনের আবেগ
তুলেছে তার বাশি
ময়না মতি মিষ্ঠি করে
দিল একটু হাসি!
হাসি শুনে থেমে গেল
রাখাল বাশির শুর
ময়না মতি পালায় ছুটে
বাজে পায়ের নুপুর!
রিনিঝিনি শব্দ যেন
ছরায় বাতাশে,
মনের আকাশে
ভোর সকালে শুরের ডালে
মারল বুকের পাখি
আধারে তাই লুকাইল
বন্ধ হল আখী।