মৌমিতা, মৌমিতা
তুমি কেন চলে গেলে
আমায় দিয়ে একরাশি
বেদনা পাহার,
বলেত জাওনি কি
ভুল ছিল আমার!
একদিন এই হাতে"
হ্যা একদিন ঠিক এই হাতে
তুমি তুলে দিয়ে ছিলে
রজনী গন্ধা আর লাল
গোলাপের তোরা!
আর বলে ছিলে তোমাকে
না ভুলতে
তাই আজো আমি রেখেছি
তোমায় মনে,
কিন্তু তুমি কথা রাখলেনা!
মৌমিতা, মৌমিতা
তুমি কি জান
তোমার পছন্দের লাল
গোলাপটা আজো আমি কিনি
আর হাতে নিয়ে বসে থাকি
তোমার অপেক্ষায়,
তুমি আসবে বলে
আমায় একটু ভাল বাসবে বলে!
দিনের পর দিন
যুগের পরে যুগ
ছিলাম তোমার পথ চেয়ে
তুমি এলেনা
মৌমিতা তুমি এলেনা!