কে যায় দিয়ে পায়ে নুপুর
আমার বাড়ির আংঙিগনা
দিয়ে এই ভর দুপর।
নদীর দিকে ছুটিয়া পাগল ভেসে
মরনে ভয় কি নাই
তার মনের কাছে।
ডাকিয়াছে নদীবান
উঠিয়াছে সে কি তুফান
সমুদ্রতল দেশে।
ডাকি মেয়ে ফির পিছু
জীবন নয় কিছু
লইবে তোমায় হাতের মোটোই
মারবে পিসে জলে
চোখের পানি ফেলবে তোমার
আপন প্রিয়জনে।
শব্দ একদিন বিলিন হবে
নুপুর রবে পায়ে
তোমায় মানুষ ভাল বাসবে
নুপুর লয়ে হাতে।