ইছামতি নদীর তীরে
পেয়ে ছিলাম আমি যারে
তুচ্ছ ভাবিয়া ফালাইনি
আমি তারে
কুরাইয়া লয়েছি পকেট ভরে
অবহেলা করিনি তারে
দিয়ে ছিলাম যারে দাম
সেই আছ সারা দেশে
ছরিয়ে দিল আমার নাম
ছাই বলে ভাবিনি যারে
আমি কবু তুচ্ছ
সেই আজ আমার কাছে
অমূল্য রত্ন।
জলে ধারে পরে থাকা
হীরা মানিক যাই
কার কাছে এর এখন
কোন মূল্য নাই