এই আমার ছোট গ্রা
এ আমার ছোট সোনার ভূমি
যে খানে আছে সুখ সর্গের
চেয়েও দামি
মায়ের মথ অমূল্য ধন
আমার মা জননী।
এই গ্রায়ের সিরায় উপসিরায়
আছে মায়ের গন্দ
কেউ কিন্তু বলনা
আমার গ্রা মন্দ।
আমার গ্রায়ের আছে শুধু
সুখ আর সুখ
সব দুঃখ ভুলে যাই
দেখলে মায়ের মুখ।
আকা বাকা এই পথ
আমার চলার সাথি
সকাল হলেই শুনিতে পাই
পাখির ডাকা ডাকি।
পাখির ডাকে ঘোম ভাংঙেগ
দেখি নতুন দিনের মুখ
যা দেখে ভরে যায়
আমার এই বুক।
সবুজ আর সবুজে ঘেরা
আমার এই গ্রা
গাছে গাছে কিচিরমিচির
করে শালিকের ছা।
ফুলে, ফলে ভর পুর
আমার ছোট ভুমি
কোন দিন আমার গ্রায়ে
আস যদি বন্ধু তুমি।
দেখবে কত মাঝি মাল্লা
দিছে কত শুরের পাল্লা
ধাইছে নদী বাইছে নাও
বৈঠার তালে তালে
ভাল বাসার উসনতা ছরিয়ে
সবার প্রানে।