আকাশের বুকে নীলিমার চাঁদ হাসে
বাগানের বুকে ফুলেরা গন্দ বিলায়
আমার এই বুকে তুমি দিয়েছ আসা
দিয়েছ ভাল বাসা হৌ,,,,,,,,হৌ,,,,,,,হৌ,,,,


সাগরের বুকে ঢেউ উঠে
নদীর বুকে উঠে চর
আমার এ বুকে তুমি
বেধেছ বন্ধু
ভাল বাসার ঘড় হৌ,,,,,হৌ,,,,,,হৌ,,,,,


পাহারের বুকে ঝর্না বহে
আকাশের বুকে মেঘের ধারা
কি করে থাকবৌ বেচে আমি
বলনা তোমাকে ছারা হৌ,,,,,হৌ,,,,,হৌ,,,,,,


আধারের বুকে জোনাকী হাসে
পূর্নিমায় হাসে চাঁদ
আমার এ বুকে তুমি
হাস বন্ধু দিন বছর আর মাস
দিন বছর আর মাস হৌ,,,,,হৌ,,,,,,হৌ,,,,,,