রক্তের দামে কিনেছি দেশ
স্বাধীন করেছি বাংলা দেশ
হারিনী কবু হারবনা
দেশ আমার সন্তাস মুক্ত
না করে ছারবনা
শত্রু বুকে চালাব গুলি
যাবনা ৭১তরের কথা ভুলি



কোথায় আজ বীরসেনারা
*************
কোথায় গিয়াছ বীরসেনারা
কোথায় গিয়াছ চলে
তোমাদের বোনে লাশ আজ
কেন ভাষে বানের জলে
কোথায় গিয়াছ চলে
তোমাদের ভাইয়ে তাজা রক্তকেন ঝরে হায়নার বুলেটে
কেন দিন দুপুরে নর্দমায়
ভাষে যুবক যুবতির লাশ
কেন হায়নার থাবায় যাচ্ছে চলে
তরুনির তাজা প্রাণ


অশ্র।     |
-----অশ্র|
---------
আবার তুলে নিব অশ্র
লুখে দারাব সন্তাসীর বিরুদ্ধে
আবার ফিরেজাব ১৯৭১সালে
যে ভাবে দারিয়ে ছিলাম
রাজাকারের সামনে
বুক ভরা সাহস নিয়ে
আর চোখ ভরা স্বপ্ন নিয়ে
যে স্বপ্ন একদিন দিয়েছে
আমাদের স্বাধীনতা