সবুজের বাহারে        প্রকৃতি তাহারে
       মেলিয়েছে উপমায়,
মুগ্ধের শিহরে           যায় কত বিহারে
            স্বদেশের ভাবনায়।
বাংলার মানুষে     বেদনা সব শুষে
           হয়েছে দন্ডায়মান,
অক্সিজেন শ্বাসে    মুক্ত বাতাসে
           রয় চির অম্লান।
আধারের রাতে      জ্যোৎস্নার সাথে
         থাকি যে আনমনা,
ঝিকিমিকি তারা     গুনে গুনে সারা
         করি যে আনাগুনা।
সূর্যের আলোয়      পাখিগুলো ভালোই
           হর্ষে গান গায়,
নিরব কিরণে       শিহরণ জানে
           গাত্রের ভাবনায়।
ঋতুর বদলে        বসন্ত এলে
            বৃক্ষেতে সজীবতা,
সুষম পরিবেশ     ক্লান্তির নেই শেষ
            চলমান সব পাতা।
এভাবেই চিরকাল       ধেয়ে চলা অবিচল
               সুন্দরের নেই শেষ,
ঢেলে দেয় ফুল পাতা      মোদের বঙ্গমাতা
                সোনার বাংলাদেশ।


------++++++ ধন্যবাদ++++++----------